এই আন্দোলন বিএনপির আন্দোলন নয় এই আন্দোলন জাতিকে রক্ষার আন্দোলন : মির্জা ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / ১৯৮২ বার পড়া হয়েছে
সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে সরকার একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুম খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি।মির্জা ফখরুল বলেন, বিএনপি’র আন্দোলন দলের জন্য নয় দেশের মানুষ রক্ষা জন্য। দেশের মানুষকে রক্ষা করে গনতন্ত্র অধিকার ফিরিয়ে দিতে হলে অবশ্যই সরকার বিদায় করতে হবে বলে জানান বিএনপি মহাসচিব। দেশের বিচার বিভাগ থেকে শুরু করে সব কিছু ধংস করে দেয়া হয়েছে এমন দাবি করেন মির্জা ফখরুল অভিযোগ করেন,বিএনপি ৬০ লক্ষ নেতাকর্মী বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে সরকার।