বিএনপির আন্দোলন ভিন্নখাতে নিতে ড. ইউনূস ইস্যু সামনে আনা হয়েছে : ফখরুল
- আপডেট সময় : ০২:০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
বিএনপির আন্দোলন থেকে দেশি-বিদেশিদের নজর অন্যদিকে নিতেই ড. ইউনূস ইস্যুকে সরকার সামনে এনেছে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ সরকার দুর্নীতির কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণেও ব্যর্থ হয়েছে। এজন্য তিনি ঢাকার দুই সিটি মেয়রের পদত্যাগ করা উচিৎ। রাজধানীর এক হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তদান কর্মসূচিতে এসব কথা বলেন মির্জা ফখরুল।
ঢাকাসহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির দুই হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা দক্ষিণ সিটির বিএনপি’র সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন এবং উত্তরের তাবিদ আউয়াল স্বেচ্ছায় রক্ত দান করেন।
কর্মসূচির উদ্বোধন করে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।
বিএনপির এক দফা আন্দোলন থেকে মানুষের দৃষ্টি অন্য খাতে নিতে সরকার ড. ইউনূসের ইস্যু সামনে এনেছে বলে অভিযোগ করেন তিনি।
দেশ এবং দেশের মানুষকে বাঁচাতে আওয়ামী লীগে সরকারের পতন ঘটানোর বিকল্প নেই বলেও জানান মির্জা ফখরুল।