বিএনপির কারাগার থেকে মুক্তি পাওয়া নেতারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না : মির্জা আব্বাস
- আপডেট সময় : ০৮:৩৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
বিএনপি’র যেসব সিনিয়র নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন, তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।বলেন,গ্রেফতার গ্রেপ্তার আতঙ্কে থাকতে হচ্ছে কারাগার থেকে মুক্ত বিএনপি নেতাদের।আর, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন ৯৫ শতাংশ মানুষ বিগত নির্বাচন প্রত্যাখ্যান করেছে, ভোটাধিকার থেকে জনগণকে বঞ্চিত করে ক্ষমতায় বসেছে আওয়ামী লীগ।ঢাকা ও চট্টগ্রামে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা
৯ মার্চ নয়াপল্টনের কার্যালয়ের সামনের সমাবেশে দেয়া তার বক্তব্য কয়েকটি গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে বলে অভিযোগ জানিয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। বিভ্রান্তি এড়াতেই সংবাদ সম্মেলনে সঠিক তথ্য তুলে ধরেন তিনি।
এসময় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য ৭ জানুয়ারির নির্বাচনকে ঘিরে গ্রেফতার এবং কারাগারে বন্দি থাকার অভিজ্ঞতা তুলে ধরেন।
রমজানে নিত্যপণ্যের দাম আরও বাড়বে এমন দাবি করে বিএনপি এই নেতা আশঙ্কা প্রকাশ করেন বাংলাদেশের অবস্থা ফিলিস্তিনের গাজার চেয়েও খারাপ হতে পারে।
রাজধানীর নয়াপল্টনে এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান দাবি করেন, মধ্যবর্তী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা রয়েছে দেশের জনগণ।
এদিকে চট্টগ্রামে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেন বিএনপি সিনিয়র নেতা নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এসময় আমীর খসরু আরো বলেন, ৯৫ শতাংশ মানুষ ৭ জানুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করেছে। বলেন, ভোটাধিকার থেকে জনগণকে বঞ্চিত করে ক্ষমতায় বসেছে আওয়ামী লীগ।
দেশের মানুষ সাংবিধানিক অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী