বিএনপির ছেড়ে দেয়া বগুড়ার দুই আসনে উপনির্বাচন ১ ফেব্রুয়ারি
- আপডেট সময় : ০৩:২১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
বিএনপির ছেড়ে দেয়া বগুড়ার দুটি আসনসহ পাঁচটি আসনের উপ-নির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি। নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে তোড়জোড় শুরু করেছেন নেতারা। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, স্বতন্ত্র প্রার্থীরা নেমেছেন প্রচারণায়। তবে, ভোট নিয়ে আগ্রহ কম ভোটারদের।
বর্তমান সরকারের মেয়াদে বগুড়া-৬ সদর আসনে তৃতীয়বার আর বগুড়া-৪ আসনে ভোট হচ্ছে দ্বিতীয়বার। তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল, ১৫ জানুয়ারি প্রত্যাহার। প্রার্থী হতে ডজনেরও বেশি প্রার্থী শুরু করেছেন তদবির। কেউ কেউ নেমেছেন প্রচারণা। মাঠে বিএনপি নেই,দলীয় মনোনয়ন পেলেই বিজয় নিশ্চিত এমনটাই ভাবছেন প্রার্থীরা।
ভোট নিয়ে উত্তাপ নেই সাধারণ মানুষের। ভোট নিরপেক্ষ করার দাবি সকলের।
ভোটের প্রস্তুতি নেয়া হচ্ছে,জানালেন জেলা নির্বাচন অফিসার।
বগুড়া-৬ সদর আসনে এবার ভোটার ৪ লাখ ১০ হাজার,বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনের ভোটার ৩ লাখ ২৮ হাজার।