বিএনপির জন্ম হত্যার রাজনীতির মাধ্যমে এবং তারাই ক্রসফায়ার-গুম-খুন শুরু করেছিল :তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বিএনপির জন্ম হত্যার রাজনীতির মাধ্যমে এবং তারাই ক্রসফায়ার-গুম-খুন শুরু করেছিল বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। দুপুরে ঢাকার মিন্টু রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
গণমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যান উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে প্রতিবছর ৩১৭ জনের বেশি ক্রসফায়ার ও গুম হয়ে মৃত্যুবরণ করেছে। একই পরিসংখ্যান অনুযায়ী বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে এ সংখ্যা ১৮৭। তবে আওয়ামী লীগ কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকান্ড সমর্থন করে না। এসময় তথ্যমন্ত্রী অভিযোগ করেন, জনগণ আশা করেছিল, করোনার এ সময়ে বিএনপি বাদানুবাদের রাজনীতি থেকে বেরিয়ে আসবে। কিন্তু তারা তাদের চিরাচরিত মিথ্যাচার আর বিষোদগারের রাজনীতি ত্যাগ করতে ব্যর্থ হয়েছে।