বিএনপির নেতারা পুরনো নেতিবাচক রাজনীতির বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
করোনা সংকটের শুরু থেকে আজ পর্যন্ত শেখ হাসিনা সরকারের বিভিন্ন উদ্যোগ ও সিদ্ধান্ত যখন দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে তখন বিএনপির নেতারা পুরনো নেতিবাচক রাজনীতির বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তাঁদের এ আচরণ, অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত।
সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, পবিত্র ঈদের দিনও বিএনপি মিথ্যাচার করেছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকার একদিকে করোনা সংক্রমণ রোধ ও আক্রান্তদের চিকিৎসা করছেন। অপরদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় পূর্ণ মনোনিবেশ করছেন। এমন দুর্দিনেও বিএনপির কোন জনবান্ধব কর্মসূচি নেই বলে মন্তব্য করেন তিনি।