বিএনপির পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো ধৃষ্টতা দেখিয়েছে
- আপডেট সময় : ০৭:২২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বিএনপির পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো ধৃষ্টতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দেয়া ভার্চুয়াল বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এদিকে, কুষ্টিয়া সরকারী কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ অভিযোগ করেন, জাতির পিতার হত্যাকারীদের পুরস্কৃত করে ইতিহাসের সবচে’ বড় মানবাধিকার লঙ্ঘন করেছিলেন জিয়াউর রহমান।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে বিভিন্ন ধর্মীয় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং প্রতিটি বিভাগীয় সদর দপ্তরে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দেশে গণতন্ত্র ও উগ্রবাদ নিয়ে বিএনপি মহাসচিবের বিভিন্ন অভিযোগের জবাবে তিনি বলেন, এদেশে উগ্রবাদের উত্থান ঘটেছিলো বিএনপির হাত ধরেই।
এ সময় ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপিই ক্ষমতায় টিকে থাকতে ধর্মীয় উগ্রবাদ সৃষ্টির মাধ্যমে দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে চেয়েছিলো।
এদিকে, সকালে কুষ্টিয়া সরকারী কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদনশেষে বিএনপির বিভিন্ন অভিযোগের জবাব দেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।