বিএনপি’র মহাসমাবেশ সফল করতে আগে-ভাগেই ঢাকায় রওনা দিচ্ছেন নেতাকর্মী
- আপডেট সময় : ০২:২৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ১৮৬৩ বার পড়া হয়েছে
আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি’র মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বগুড়ার বিএনপি। অর্ধ লক্ষাধিক নেতাকর্মী মহাসমাবেশে যোগ দিবেন বলে দাবি করেছেন নেতারা। তবে সমাবেশে যোগ দিতে নিয়েছেন নতুন কৌশল। সরকারদলীয় নেতাকর্মীদের বাধা, পুলিশি ধরপাকড়, আর যানবাহন চলাচল বন্ধের আশঙ্কায় আগে-ভাগেই ঢাকায় রওনা দিচ্ছেন নেতাকর্মী, সমর্থকরা।
একের পর এক কর্মসূচিতে মাঠে সক্রিয় বিএনপি ও এর সহযোগী সংগঠন। নেতাকর্মী, সমর্থকদের পদচরণায় এখন বেশিরভাগ সময় মুখর থাকে দলীয় অফিস আর নানা কর্মসূচি। এবার ঢাকার মহাসমাবেশ সফল করার পালা। বিএনপি’র ১২টি উপজেলা ও ১২টি পৌরসভা মিলিয়ে ২৪টি ইউনিট, যুবদল ছাত্রদল এবং সহযোগী সংগঠনের একের পর এক প্রস্তুতি সভা চলছে। লক্ষ্য সমাবেশে যোগ দেয়ার নানা কৌশল।
সব ধরনের বাধা মোকাবেলা করে ঢাকার সমাবেশ সফল করতে আগ্রহী স্থানীয় নেতাকর্মীরা।
বগুড়া থেকে অন্তত ৫০ হাজার নেতাকর্মী যোগ দিতে পারেন ২৮ অক্টোবরের মহাসমাবেশে, দাবি করলেন বিএনপির এই নেতা।
তবে যে কোন কর্মসূচিকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে প্রত্যাশা সাধারণ মানুষের।