বিএনপির সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০১:৪৯:১০ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে, গুলিস্তান, চট্টগ্রামে সীতাকুণ্ড, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিসংযোগ করেছে কিনা তা খতিয়ে দেখছে সরকার।
তিনি বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হলে, আগুন সন্ত্রাসে লিপ্ত হয়। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে যৌথ সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এ ব্যাপারে আওয়ামী লীগ সর্তক আছে।
বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মহানগর, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দের সাথে যৌথ সভা।
প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার পথ খুঁজছে কিনা তা খতিয়ে দেখছে সরকার।
গুলিস্তান সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনা স্বাভাবিক দুঘর্টনা নাকি নাশকতা, প্রধানমন্ত্রীর নির্দেশে তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। এই নিয়ে বিএনপি বা কারো মাথা ব্যর্থার প্রয়োজন নাই।
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি আগুন সন্ত্রাসে লিপ্ত হয়। এই ব্যাপারে সতর্ক থাকতে নেতা কর্মীদের আহবান জানান ওবায়দুল কাদের।