বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- আপডেট সময় : ০১:৪১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর বেশ কয়েকবার রাষ্ট্রক্ষমতায় এলেও কৌশলের অভাবে বিগত দেড় দশক ধরে নানা ইস্যূতে কোণঠাসা হয়ে পড়েছে দলটি। তবে দেড় দশক ধরে দেশে গণতন্ত্র নেই, দাবি করে গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বিএনপি। আর, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনসম্পৃক্ততা না বাড়িয়ে ভিন্ন পথে ক্ষমতায় যেতে চাইলে খুব বেশী দূর যেতে পারবে না বিএনপি ।
গণতন্ত্র পুণর্বহালে সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ১৮ সদস্য নিয়ে যাত্রার শুরু করা বিএনপি এখন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল। ১০টি সংসদ নির্বাচনের মধ্যে বিএনপি সরকার গঠন করে ৪ বার, বিরোধী দলের ভূমিকায় ৩ বার, আর সংসদের বাইরে ছিলো ৩ বার।
দল গঠনের তিন বছরের মাথায় ১৯৮১ সালে বিপথগামী সেনা সদস্যদের হাতে নিহত হন দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারপর গৃহবধু থেকে রাজনীতিতে যুক্ত হন বেগম খালেদা জিয়া। তৎকালিন সরকার হটিয়ে ৯১’এর নির্বাচনে দেশে ফের গণতন্ত্র প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখেন তিনি।
খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি একাধিক বার রাষ্ট্র ক্ষমতায় এলেও সম্প্রতি বেশকিছু ইস্যূতে টানাপড়েন সৃষ্টি হয় দলে। দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেড় দশক ধরে লন্ডনে নির্বাসিত থাকায় সংকট আরো ঘনীভূত হয়েছে।
তবে দলে কোন সংকট নেই বলে দাবি করেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন,বিগত ৪৩ বছরে জনকল্যাণে কাজ করছে বিএনপি।
দেশের উন্নয়ন অগ্রগতির কথা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের অর্থনীতির ভিত্তি গড়েছিলেন জিয়াউর রহমান। তবে বিশিষ্টজনরা বিএনপিকে জনসম্পৃক্ত করতে দলের মধ্যে গণতন্ত্র চর্চার পরামর্শ দেন। আগের কায়দায় ক্ষমতায় যেতে চাইলে সেটা সম্ভব নয় বলে করেন অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।
কল্যাণকর রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকায় না থাকলে বিএনপি ধীরে ধীরে জনবিচ্ছিন্ন দলে পরিণত হতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের।