বিএনপি এখন গুজব নির্ভর রাজনীতি করছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
- / ১৫৯২ বার পড়া হয়েছে
বিএনপি এখন গুজব নির্ভর রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এতিমের টাকা মেরে খালেদা জিয়া এখন কারাগারে বন্দী। আইনগতভাবে তাকে বের করা ছাড়া বিএনপির কোন উপায় নেই।
দুপুরে, ৩শ কোটি টাকা ব্যয়ে কুড়িগ্রামের চিলমারী নদীবন্দর নির্মান প্রকল্প এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সেনা, নৌ ও বিমানবাহিনীর শতশত অফিসারকে হত্যা করেছিলেন। তার ছেলে তারেক রহমান দন্ডিত আসামী হিসেবে বিদেশে পলাতক রয়েছে।কখনও তারা পেঁয়াজ, কখনও লবন ও পরিবহণ নিয়ে রাজনীতি করছে।এসময় তিনি আরও বলেন, ভারতের সাথে দেশের পোর্ট অব কল রয়েছে, এখন ভুটানকেও পোর্ট অব কলে যুক্ত করা হবে। চিলমারীর এই রুটটি হবে আন্তর্জাতিক রুট।