বিএনপি এলে নির্বাচন আরো প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ হত : কাদের
- আপডেট সময় : ১২:৩৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
প্রতিকূল পরিস্থিতিতেও দেশের গণতন্ত্র বাঁচাতে সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি এলে নির্বাচন আরো প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ হত, কিন্তু তারা না আসলেও সারাদেশে এখন নির্বাচনের উৎসব আমেজ। ভোটের উদ্দেশ্য ব্যাহত হতে দেয়া যাবেনা, পরিবেশ বজায় রাখতে হবে। ভোটারদের ভোট দিতে কেউ বাধা দিলে প্রতিহত করতে হবে।
সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে নির্বাচনের পোলিং এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, কঠিন সময় অতিক্রম করছে দেশ। বিশ্ব সংকটের প্রভাবে দেশও সংকটে আছে। ক্ষমতাসীন হিসেবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির দায়
এড়ানো যাবে না। ওবায়দুল কাদের বলেন, তারেক জিয়া রাজনীতি করবেন না মুচলেকা দিয়ে লন্ডনে গিয়েছেন, তিনি এখন লন্ডন বসে গণতন্ত্র ধ্বংস করছেন। বিএনপি শুধু নির্বাচন বর্জন নয়, বানচালের চেষ্টায় সহিংসতা করছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মরে গেছে, এটা আর জীবিত করার সুযোগ নেই। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ কমিটির আহ্বায়ক ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।