বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারটি মামলা
- আপডেট সময় : ০২:০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় জেলা বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতাসহ অজ্ঞাত আরও সাড়ে ৭শ’ জনকে আসামি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক সাজ্জাদুর রহমান জানান, ‘সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি এবং উজ্জ্বল হোসেন নামের এক আওয়ামী লীগ কর্মী বাদী হয়ে অপর মামলাটি করেন।’ মামলার আসামিদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান দুলালসহ অনেক নেতার নাম রয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ডাকা সমাবেশে মিছিল নিয়ে আসার সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দফায় দফায় সংঘর্ষে ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অর্ধশকাধিক নেতাকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।