বিএনপি কখনোই জনগণের জন্য রাজনীতি করে না : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বিএনপি পলায়নপর রাজনীতি করে; তারা গণতন্ত্রের শত্রু। বিএনপি কখনোই জনগণের জন্য রাজনীতি করে না। যিনি দলটির নেতৃত্বে তিনি নিজেই পলাতক বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে যাত্রাবাড়ী-ডেমরা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ ৩০ আসনও পাবে না, জাতীয় সাংসদ নির্বাচন নিয়ে বিএনপির এমন সংখ্যাতত্ত্বের হিসাব হাস্যকর বলেও জানান ওবায়দুল কাদের।
বুধবার সকালে যাত্রাবাড়ী-ডেমরা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পরে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, আওয়ামী লীগ কখনোই সংখ্যাতত্বের রাজনীতি বিশ্বাস করে না।
সুষ্ঠু ভোট হলে সরকার পালানোর পথ খুঁজে পাবে না, বিএনপির মহাসচিবের এমন্তব্যের জবাবও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে দুপুরে অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা এবং দেশের রাজনীতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
জনবিচ্ছিন্ন হওয়ায় বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে না বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।