বিএনপি ক্ষমতায় যায় লুটপাট করতে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের স্থিতিশীলতা চায় না, এমন মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় যায় লুটপাট করতে। বিকেলে রংপুরের পীরগঞ্জে নির্বাচনী জনসভায় তরুণদের উদ্দেশে আগামী নির্বাচনে সকল ধরনের অগ্নিসন্ত্রাস প্রতিহত করার আহবান জানান শেখ হাসিনা। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে সহিংসতার কোন স্থান নেই। এর আগে তারাগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি।
রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার শুরুতে বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা। আর আগামীতে পীরগঞ্জকে মডেল উপজেলা করার প্রত্যয় জানান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণকে দেয়া ওয়াদা পূরণ করতে পেরেছে। ১৫ বছর আগে আর আজকের বাংলাদেশ এক নয়।
প্রধানমন্ত্রী বলেন, টানা ১৫ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের গণতন্ত্র বহাল রয়েছে এবং স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। বলেন, নাশকতাকারীদের প্রতিহত করতে প্রয়োজনে রাস্তা ও রেললাইন পাহারা দিতে হবে। এর আগে রংপুরের তারাগঞ্জে নির্বাচনী পথসভায় আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী পীরগঞ্জে তার শ্বশুরবাড়ি জয় সদনে গিয়ে স্বামী পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন।