বিএনপি গণতন্ত্র বিকাশের পথকে সংকুচিত করেছে : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
নির্বাচনের দিন কেন্দ্রে না গিয়ে জনগণের ভোট প্রয়োগের অধিকার হরণ করে বিএনপি। এভাবে তারা গণতন্ত্রকে সংকুচিত করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ সব কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, বিএনপিতেই গণতন্ত্র নেই। তারা আবার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এটা হাস্যকর কথা ছাড়া আর কিছু নয়। জাতীয় সম্মেলন দূরের কথা, গত একযুগে তৃণমূল পর্যায়েও বিএনপি কোন সমাবেশ করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। দলটির সব অভিযোগ কাল্পনিক। প্রকৃতপক্ষে সরকার নয়, বিএনপিই গণতন্ত্র বিকাশের পথকে সংকুচিত করেছে বলে দাবি করেন ওবায়দুল কাদের।