বিএনপি- জামায়াত জোট হেফাজতের সাথে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে, এদের ছাড় দেয়া হবে না
- আপডেট সময় : ০১:৪৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বিএনপি- জামায়াত জোট হেফাজতের সাথে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে, এদের ছাড় দেয়া হবে না বলে সংসদে কঠোর হুঁশিয়ারী দিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, এই মহলটি শান্তি নষ্ট করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন স্থান নেই।
চলছে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন। সকালে জাতীয় সংসদ ভবনে বছরের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে স্পীকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রথমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ১৯৭২ এর ৩১ জানুয়ারী জাতির পিতার ঐতিহাসিক ভাষণ সম্প্রচার করা হয়।
পয়েন্ট অব অর্ডারে প্রবীণ এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেন, যারা স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারা সূবর্ণজয়ন্তীর অনুষ্ঠান নষ্ট করতে চেয়েছিল। এসব ষড়যন্ত্রকারীদের বাংলাদেশে থাকার কোন অধিকার নেই।
বিএনপি আবারও একটি নারকীয় ১৫ আগস্ট ঘটানোর হুমকী দিচ্ছে স্মরণ করিয়ে দিয়ে ক্ষমতাসীনদের এই সাংসদ বলেন, এরা সাম্প্রদায়িক অপপ্রচার চালিয়ে ধর্মভীরু বাঙ্গালীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরা রাষ্ট্রবিরোধী, জনগনের শত্রু। এছাড়া টুর অপারেটর ও টুর গাইড বিল উত্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। সংসদে মোংলা বন্দরের স্থাপনা ও সম্পত্তি ব্যবস্থাপনা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়ার বিধান রেখে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১সহ ৫টি বিল উত্থাপন করা হয়েছে। বিলগুলোর উপর সাংসদদের আলোচনা শেষে সেগুলো পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।