বিএনপি-জামায়াত সরকারের মদদে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৫৪:০০ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বিএনপি – জামায়াত সরকারের প্রত্যক্ষ মদদে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই এই হামলা চালানো হয়েছিল। ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনায় তিনি আরো বলেন, এই ঘটনা ধামাচাপা দিতে সরকারি নির্দেশে সব আলামত মুছে ফেলা হয়েছিল।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে গ্রেনেড হামলায় দলটির তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানসহ ২২ জন নেতাকর্মী মারা যান।তাদের স্মৃতির উদ্দেশ্যে শনিবার সকাল সাড়ে নয়টায় শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার পক্ষে দলীয় নেতাদের সাথে নিয়ে শহীদ বেদিতে ফুল দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এরপর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ১৭ বছর আগের সেই নৃশংস ঘটনায় নিহতদের স্মরন করেন।
বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত স্মরণসভায় গনভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেদিনের সেই নারকীয় হত্যাযজ্ঞের স্মৃতিচারণ করে বলেন, সে সময়ের সরকার এই হত্যাযজ্ঞ ধামাচাপা দিতে নানা ষড়যন্ত্রও করেছিল।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অভিযোগ করেন, বিএনপি জামায়াত জোট ক্ষমতায় এসেই সন্ত্রাস ও দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল। তারই ধারাবাহিকতায় ২১ আগস্টের হত্যাকান্ড।
প্রধানমন্ত্রী বলেন, অনেক ষড়যন্ত্র মোকাবিলা করেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। জনগনের প্রতি দলের অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে সরকার।
সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ এগিয়ে যাবে বলেও অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।