বিএনপির ভোট চুরির রেকর্ড কেউ পারবে না: ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
গণতন্ত্র বিজয় দিবস উপলক্ষ যারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের নেতারা।
বিএনপি অপশক্তির রাজনীতি করে দেশকে ধ্বংস করতে চায় এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকল অপশক্তিকে প্রতিহত করে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগের নেতারা। ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির ভোট চুরির রেকর্ড কেউ পারবে না। বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে জবাব দেবে আওয়ামী লীগ। জনবিচ্ছিন্ন বিএনপির মুখে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের শোভা পায় না।