বিএনপি নেতাদের মুখে এখন ধর্ষণের সমালোচনা মানায় না : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
২০০১ সালে ক্ষমতায় এসে দেশব্যাপী ধর্ষণের উৎসব পালন করেছিলো বিএনপি। তাদের নির্যাতনের হাত থেকে ৮ বছরের শিশু থেকে ৬০ বছরে বৃদ্ধা কেউ রেহাই পায়নি। দলগতভাবে ধর্ষকদের দলে পরিণত হওয়া বিএনপি নেতাদের মুখে এখন ধর্ষণের সমালোচনা মানায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে বাংলাদেশ বেতারের বার্ষিক কর্মসম্পাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মসুচীর উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন।এসময় তিনি আরো বলেন, দেশে যতগুলো অপকর্ম হচ্ছে তার সবগুলো ঘটনার বিচার হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে নারীর প্রতি সহিংসতার ঘটনাগুলোর প্রত্যেকটিরই বিচার ও দোষিদের দৃষ্টান্তমুলক সাজা নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন ২০০৯ সাল থেকেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়াও হুমকি ধামকি অব্যহত রেখেছে বিএনপি। কিন্তু জনগণ প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রেখেছে শুরু থেকেই।