বিএনপি নেতারা রাজনীতির নামে সন্ত্রাস করে : তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ২০০১ বার পড়া হয়েছে
বিএনপি নেতারা রাজনীতির নামে সন্ত্রাস করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তারা সন্ত্রাসী আর রাজনৈতিক কর্মীর পার্থক্য বোঝে না।
দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ইনস্টিটিউট থেকে প্রকাশিত নব্বই-এর গণ অভ্যুত্থান গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বিএনপি সন্ত্রাসী আর রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেও পার্থক্য করেন না উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের সকল কর্মসূচি হচ্ছে সন্ত্রাসমুখী । এসময় নিবন্ধনহীন আইপি টিভি প্রসঙ্গে তিনি বলেন, যারা চাঁদাবাজির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব টিভির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের চিঠি দেয়া হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।