বিএনপি নেতার উস্কানিমূলক বক্তব্যে দেশবাসী ক্ষুব্ধঃ ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০২:১৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
রাজশাহী বিভাগীয় সমাবেশে বিএনপির এক নেতা দেশে আরেকটি ১৫ আগষ্ট ঘটানোর যে ঈঙ্গিতপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তাতে দেশবাসী ক্ষুব্ধ বলে জানিয়েছেন-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এই বক্তব্য বিএনপির ফ্যাসিবাদি মানসিকতা, ষড়যন্ত্র এবং খুনের রাজনীতির চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে বলেও মনে করেন তিনি। সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন। এসময় ১৫ ও ২১ আগষ্ট একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা, পূণরায় একথা স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতার এ বক্তব্যে তাদের খুনের রাজনীতির স্বরুপ উন্মোচিত হয়েছে। ইতিমধ্যে রাজশাহী জেলা আওয়ামী লীগ এ বক্তব্য প্রত্যাহারে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে জানিয়ে তিনি আশা প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করবে। বিএনপি নেতারা ডিজিটাল সিকিউরিটি এক্টের অন্ধ বিরোধিতা করছে, আইনটির যথাযথ প্রয়োগের ক্ষেত্রে কোন ব্যত্যয় ঘটছে কিনা সে বিষয়টির প্রতি সরকার কড়া নজর রাখছে বলে উল্ল্যেখ করেন তিনি ।