বিএনপি নেতা আমানকে কারাগারে প্রেরণের আদেশ
- আপডেট সময় : ০৭:৪১:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেম এ আদেশ দেন। এর আগে, আদালত প্রাঙ্গনে পুলিশের সাথে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
দুর্নীতির মামলায় উচ্চ আদালতের নির্দেশে ঢাকার বিশেষ জজ আদালত হাজিরা দেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা খণ্ড খণ্ড মিছিল বের করে। একপর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ বিএনপিপন্থী আইনজীবীদের ওপর চড়াও হলে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এর পরে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন তিনি। শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ সময় আমানের আইনজীবীরা বলেন, রাজনৈতিক ফায়দা নিতেই মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। জামিন না-মঞ্জুরকে স্বাগত জানান রাষ্ট্র পক্ষের আইনজীবীরা।
এদিকে, লক্ষ্মীপুরে পুলিশের দুই মামলায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই মামলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানসহ ৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।