বিএনপি নয়, দেশের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে চায় সরকার: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০২:১৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বিএনপি নয়, দেশের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে চায় সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সম্পূর্ণ ব্যর্থ এই সরকার। জামিন দিয়ে খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার দাবিও জানান তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমবায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এ্ই আয়োজন। যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিভিন্ন মেগা প্রজেক্টের নামে, গণদূর্নীতির উৎসব চলছে দেশে, অভিযোগ করেন তিনি। বুধধার কুমিল্লা,চাঁদুপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া সহিংসতার সমালোচনা করেন মির্জা ফখরুল । সাম্প্রদায়িক সম্প্রতি নষ্টের জন্য সরকারকে দায়ী করেন তিনি।
প্রেসক্লাবে সভা সমাবেশ বন্ধের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে তিনি বলেন, সরকার ইচ্ছা করেই, সভা করার স্থান সংকুচিত করছে। খালেদা জিয়া বেশকিছু জটিলরোগে আক্রান্ত জানিয়ে, তার জামিনের দাবি জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, দেশে নির্বাচন নিয়ে আর কোন ষড়যন্ত্র চলতে দেয়া হবে না।