বিএনপি প্রার্থীর মিছিলে আওয়ামী লীগ কর্মীদের হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
সাভার পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর মিছিলে হামলার ঘটনা ঘটেছে। দুপুরে বিএনপি’র প্রার্থী রেফাতউল্লাহ কর্মী-সমর্থকদের নিয়ে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে মিছিলসহ গণসংযোগের সময় এ হামলা ঘটে।
মিছিলটি পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় পৌছলে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আব্দুল গনির ছেলে তুষারের নেতৃত্বে বিএনপি প্রার্থীর ওই মিছিলে হামলা চালানো হয়। এসময় নূর করিম ভূঁইয়া, আব্দুস সালামসহ আহত হয় অন্তত ৩ জন। পরে ঘটনাস্থলে সাদা পোশাকে উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বিএনপি প্রার্থী রেফাত উল্লাহ দলীয় নেতা-কর্মীদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ডাঃ সালাউদ্দিন বাবুসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।