বিএনপি বিদেশীদের কাছে যায় না, তারাই আসে : ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
বিএনপি বিদেশীদের কাছে যায় না– তারাই আসে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বিদেশীরা উদ্বিগ্ন বলেই তারা খোঁজ নেয়। এসময় বিএনপি মহাসচিব প্রশ্ন তোলেন, দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া কথা বলেন কিভাবে?
ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য হাস্যকর। ১৪ সালের নির্বাচন নিয়ে কথা বলে তারা আওয়ামী লীগ রেগে যায়, কিন্তু দেশকে ধ্বংসের কথা বলা যাবেনা।
গণতন্ত্রের প্রথম দিক হলো প্রতিবাদ করা। বলেন, এবার আর ক্ষমতায় থাকা সম্ভব নয়। আওয়ামী লীগ আবারও জোর করে ক্ষমতায় থাকার কৌশল অবলম্বন করছে বলে জানান তিনি।