বিএনপি বিভেদের রাজনীতির ধারক ও বাহক : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বিএনপিকে বিভেদের রাজনীতির ধারক ও বাহক বলে মন্তব্য করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় দেশের অর্থনীতি নিয়ে মির্জা ফখরুলের অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন,উন্নয়ন দেখেও মিথ্যাচার করছে বিএনপি । এ ছাড়া আসন্ন ঢাকা-৫ ও নওগা-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত কাজী মনিরুল ইসলাম মনু ও আনোয়ার হোসেন হেলালের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।
সোমবার ঢাকার সরকারী বাসভবনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় এদেশের রাজনীতিতে অশান্তির বিষবাষ্প বিএনপির হাত ধরেই ছড়িয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাস, ষড়যন্ত্র আর হত্যার রাজনীতির পেটেন্ট বিএনপিরই।
দেশের অর্থনীতি নিয়ে বিএনপি মহাসচিবের অভিযোগেরও জবাব দেন সেতুমন্ত্রী।
পরে আসন্ন উপনির্বাচনে ঢাকা-৫ ও নওগা-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষনা করেন তিনি।