বিএনপি রাজনীতিকে বিদেশী দূতাবাসের দরজায় নিয়ে গেছে: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ১৫২০ বার পড়া হয়েছে
বিএনপি রাজনীতিকে বিদেশী দূতাবাসের দরজায় নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় ভার্চুয়াল বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। একটি দায়িত্বশীল দল সাম্প্রদায়িক শক্তিকে নেপথ্য পৃষ্ঠপোষকতা দিয়ে দেশের অগ্রগতির পথকে রুদ্ধ করার অপচেষ্টা করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় ঢাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুরুতে স্মৃতিচারণ করে তিনি বলেন, চট্টগ্রামের একজন সফল রাজনীতিবিদ ছিলেন সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী। এ সময় বিএনপি এখন গণতন্ত্র প্রতিষ্ঠার নামে অগণতান্ত্রিক পন্থা খুঁজছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
যারা বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে দেশবিরোধী রাজনীতি শুরু করেছিলো তারাই এখনো সুযোগ খুঁজছে জানিয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান ওবায়দুল কাদের।