সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এর দাবিতে ফরিদপুরে বিভাগীয় রোডমার্চ করছে বিএনপি
- আপডেট সময় : ০১:১৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- / ১৮৩৮ বার পড়া হয়েছে
সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ফরিদপুরে বিভাগীয় রোডমার্চ করছে বিএনপি।
সকালে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-ফরিদপুর-গোপালগঞ্জ-মাদারীপুর হয়ে শরীয়তপুর স্টেডিয়ামের উদ্দেশ্যে রোডমার্চ শুরু হয়। নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। জানা গেছে, রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে রোডমার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শুরু করে বেশ কয়েকটি পথসভা হবে। এরমধ্যে, রাজবাড়ী সদর থানার বসন্তপুর মাঠ, ফরিদপুর সদরের রাজবাড়ী মোড়, নগরকান্দার তালমা মোড়, গোপালগঞ্জের মকসদপুরের বরইতলা, মাদারীপুরের মোস্তফাপুরের পথসভা শেষে শরীয়তপুর স্টেডিয়ামে গিয়ে রোডমার্চের সমাপ্তি সমাবেশ হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও বিদেশে চিকিৎসার বিষয়সহ বর্তমান পরিস্থিতি নিয়ে বিকেল ৩টায় গুলশান কার্যালয়ে জরুরী সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া উপস্থিত থাকবেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।