বিএনপি সংলাপের আড়ালে গভীর ষড়যন্ত্রে লিপ্ত : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:৫৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বিএনপি সংলাপের আড়ালে গভীর ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানোর বিষয়টি এখন ভাবতে হবে বলে মনে করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সচিবালয়ে নিজ দপ্তরে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করতে বিএনপির সংলাপের সমালোচনা করেন তিনি।
বিএনপি ও তাদের দোসরদের যে কোন ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত বলেও জানান ওবায়দুল কাদের।
রাজধানীর সেগুনবাগিচায়, ঢাকা রিপোটার্স ইউনিটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
পরে সাংবাদিকদের তিনি বলেন, খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতা গ্রহণ করতে পারেনি বিএনপি।
পদ্মাসেতুর বিরোধিতাকারীদের ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।