বিএনপি সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় ২১ আগস্টের গ্রেনেড হামলা হয়েছে : তথ্যমন্ত্রী

- আপডেট সময় : ১০:২১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- / ১৯৬৫ বার পড়া হয়েছে
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় ২১ আগস্টের গ্রেনেড হামলা হয়েছে। তারেক জিয়ার নেতৃত্বে ও খালেদা জিয়ার নির্দেশনায় এ ঘটনা ঘটানো হয়। তিনি বলেন, ১৫ আগস্টের ঘটনায় দায়ী খন্দকার মোশতাক ও জিয়া। আর ২১ আগস্টের জন্য দায়ী তারেক ও খালেদা।
দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র যোদ্ধা ২১ আগস্ট আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, গ্রেনেড হামলার পর তদন্ত কমিটি করা হয়। কমিটি বলেছে, মোসাদ নাকি এসে এ কাণ্ড ঘটিয়েছে। এরপর তো জজ মিয়া নাটক করা হলো। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি হত্যার রাজনীতিতে চলে ও বিশ্বাস করে। তারা এখন বিদেশীদের কাছে ধরনা দিচ্ছে। হাতে-পায়ে ধরে লাভ নেই। তিনি বলেন, ক্ষমতায় কে থাকবে কে থাকবে না, তার সিদ্ধান্ত নেবে দেশের মানুষ। আঘাত পেলে আওয়ামী লীগ সংগঠিত হয়, ঘুরে দাঁড়ায় বলে মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।