বিএনপি সরকারে গেলে শহীদদের নামে হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ: তারেক রহমান
- আপডেট সময় : ০৭:২২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- / ১৬৫১ বার পড়া হয়েছে
বিএনপি ক্ষমতায় গেলে, গণঅভ্যুত্থানের শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে সমস্যা সৃষ্টি হতেই থাকে, তাই দ্রুত নির্বাচিত সরকার দরকার। এদিকে, একই প্রসঙ্গ টেনে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, সংস্কার করতে চার বছরের সময় সম্পর্কে অন্তর্বর্তী সরকারকে সুস্পষ্ট ব্যাখ্যা করতে হবে। জাতীয় প্রেসক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউনুস সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সংস্কার চায়, তবে যৌক্তিক সময়ের মধ্যে। দীর্ঘ সময়, ক্ষমতায় থেকে যাওয়ার পরিকল্পনা করা যাবে না।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে চব্বিশের গণআন্দোলনে পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতা ও দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে আমরা বিএনপি পরিবার।
প্রধান উপদেষ্টার ভাষণের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, সংস্কারে চার বছর কেন লাগবে। এটা গণতন্ত্রের চর্চায় সমস্যা ও জটিলতা তৈরি করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গত ১৬ বছরে স্বৈরাচার-বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে সামর্থ্যবানদের দাঁড়ানোর আহ্বান জানান তারেক রহমান।
এদিকে, রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় ঢাকা মহানগর উত্তরের নবগঠিত কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা। আগে যারা আওয়ামী লীগ করতো, তারা এখন বিএনপির ভেতরে ঢুকছে বলে অভিযোগ করেন দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।