বিএসএফ’র গুলিতে শিমন রায় নামে এক শিক্ষার্থী নিহত
- আপডেট সময় : ০১:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
পঞ্চগড় সদর উপজেলার রতনীবাড়ি প্রধানপাড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফ’র গুলিতে শিমন রায় নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
রোববার বিকেলে রতনীবাড়ী প্রধানপাড়া গ্রামের সীমান্তে ৭৬২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে বাংলাদেশী এলাকায় নিজেদের পাটক্ষেত জালের বেড়া দিয়ে ঘিরছিলেন শিমন ও তার বাবা পরেশ চন্দ্র রায়। এ সময় ভারতের সাকাতি সীমান্ত ফাঁড়ির একদল বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে ঢুকে তাদের বেড়া দিতে নিষেধ করে। কিন্তু শিমন রায় নিজের জমিতে বেড়া দিচ্ছে বলে জানালে এক বিএসএফ সদস্য শিমনকে খুব কাছে থেকে পেটের মধ্যে গুলি করে চলে যায়। গুলিতে শিমুনের ভুড়ি বেরিয়ে গেলে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে পঞ্চগড় হাসপাতালে ভর্তি করে। সেখানে থেকে গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেলে নেয়ার পর সে মারা যায়। বিজিবি’র নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মামুনুল হক জানান, এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদপত্র পাঠিয়ে পতাকা বৈঠকের আহবান জানানো হলেও বিএসএফ এখনো সাড়া দেয়নি। এ ব্যাপারে বিএসএফের বক্তব্য নেয়ার চেষ্টা চলছে।