বিএসএফ’র ধাওয়ায় নদীতে লাফ দিয়ে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীর মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে ভারত থেকে গরু আনার সময় বিএসএফ’র ধাওয়ায় নদীতে লাফ দিয়ে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, ভোরে দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা সীমান্তের ১ হাজার ৫৭ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে গরু আনতে যায় ১০ থেকে ১২ জন বাংলাদেশী গরু ব্যবসায়ী। এসময় বিজিবি’র টহলদলকে দেখে আত্মগোপন করতে বিভিন্ন দিকে লুকিয়ে পড়ে। কিন্তু খয়বর আলী ভুল বশত ভারতের সীমানায় ঢুকে পড়ে। এসময় ভারতের কুকুরমরার বিএসএফ ক্যাম্পের সদস্যরা খয়বর আলীকে দেখে ধাওয়া দেয়। এরপর সে জীবন বাঁচাতে দৌড়ে গিয়ে ব্রিজের উপর থেকে জিঞ্জিরাম নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়। এদিকে খোঁজাখুজির এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে জিঞ্জিরাম নদী থেকে ওই গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে বিজিবি।