বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার জহুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নাগরিক সেলিম রেজা ও সুমন নিহত হয়েছে।
গেলো রাত সাড়ে ১০ টার দিকে, জহুরপুর সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কয়েকজন বাংলাদেশি রাখাল জেলার সদর উপজেলার জোহরপুর সাতরশিয়া সীমান্তপথে ভারত থেকে গরু নিয়ে যাচ্ছিলো । সেসময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সেলিম রেজা ও সুমন নিহত হয়। নিহত সেলিম রেজা শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পোড়পাড়া গ্রামের তোফজুল হকের ছেলে এবং নিহত সুমন একই গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।