বিক্ষোভরত ভারতের কৃষকদের দিল্লির সংসদ ভবন ঘেরাওয়ের ডাক
- আপডেট সময় : ০৯:৪০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
নতুন কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভরত ভারতের কৃষকরা এবার সংসদ ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে।
আগামী ১ ফেব্রুয়ারি ফের দিল্লির সংসদ ভবনমুখী অভিযান শুরু হবে বলে জানিয়েছেন কৃষক নেতারা। মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবসে হাজার হাজার কৃষক পায়ে হেঁটে এবং ট্রাক্টর মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন। কয়েকটি জায়গায় কৃষকরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে এবং তাদের জন্য নির্ধারিত রুটে না গিয়ে অন্যদিকে এগিয়ে যায়। বিক্ষোভরত কৃষকরা পুলিশের লাঠি আর কাঁদানে গ্যাস উপেক্ষা করেই ঢুকে পড়ে দিল্লির প্রাণকেন্দ্র- ঐতিহাসিক লাল কেল্লায়। সেখানে তারা উড়িয়ে দেয় শিখ ধর্মের প্রতীক- খালসা পতাকা। এদিকে, ৪১টি কৃষক ইউনিয়ন নিয়ে গঠিত সংযুক্ত কিষাণ মোর্চা- আন্দোলনকারী কৃষকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের বিক্ষোভ-সংঘর্ষের জেরে ১৫টি মামলা করেছে পুলিশ। সংঘর্ষে ৮টি বাস এবং ১৭টি ব্যক্তিগত গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। প্রাণ হারান এক কৃষক। সংঘর্ষে আহত হন ৮৬ জন পুলিশ– এর মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। এ নিয়ে পাঞ্জাব ও হরিয়ানায় জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।