বিচারপ্রার্থীদের ভোগান্তি ও খরচ কমাতে বিচারকদেরও ভূমিকা পালনের আহ্বান
- আপডেট সময় : ০৭:৩৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বিচারপ্রার্থীদের ভোগান্তি ও খরচ কমাতে বিচারকদেরও ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, বিচার কোনো দয়া-দাক্ষিণ্যের বিষয় নয়, অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা বিচার বিভাগের দায়িত্ব। সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানে আইন মন্ত্রী আনিসুল হক জানান, বিচার বিভাগ সম্পূর্ণ প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। আর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, করোনাকালে ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এখন বিচার বিভাগও গুরুত্বপূর্ণ অংশীদার।
১৮ ডিসেম্বর ‘সুপ্রিম কোর্ট দিবস’। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশের উচ্চ আদালত। কিন্তু দিনটিতে সরকারি ছুটি থাকায় আদালতের প্রথম কার্যক্রম শুরু হয় ১৮ ডিসেম্বর। এরপর ২০১৭ সালে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রতিবছরের ১৮ ডিসেম্বরকে সুপ্রিম কোর্ট দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। সেই থেকে প্রতিবছর যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়ে আসছে।
করোনা মহামারীর কারণে এবার সীমিত পরিসরে আয়োজন করা হয় সুপ্রিম কোর্ট দিবসের আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অনলাইনে যুক্ত হয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বলেন, রায়ের জন্য বিচার প্রার্থীদের যেন আদালতের বারান্দায় কারো পেছনে ঘুরতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে বিচারকদের।
রাষ্ট্রের মালিক– জনগণের ন্যায়বিচার নিশ্চিতে বিচার বিভাগের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন তিনি। বঙ্গবন্ধু হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারে আদালতের সাহসী ভূমিকার কথা জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে বলেও জানান তিনি। এর আগে সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতি এবং আইনজীবীদের উপস্থিতিতে বিকেলে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এএম আমিনউদ্দিনসহ আইন অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।