বিজয় দিবস কেন্দ্র করে ফুলের ভালো দাম পাচ্ছেন যশোরের ফুল চাষীরা
- আপডেট সময় : ০৬:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
- / ১৬৮৪ বার পড়া হয়েছে
বিজয় দিবস কেন্দ্র করে ফুলের ভালো দাম পাচ্ছেন যশোরের ফুল চাষীরা। চাহিদা থাকায় আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষের বাজার নিয়েও আশাবাদী তারা। চাষীদের দাবি, চলতি মৌসুমে তারা ১শ’ কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন তারা।
গত কয়েক মাস ধরে চাষীদের পরিশ্রমে যশোরের গদখালীর মাঠে মাঠে ফুটেছে গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিউলাস, রজনীগন্ধা, জিপসি, রডস্টিক, কেলেনডোলা, চন্দ্র মল্লিকাসহ বিভিন্ন ফুল। বিজয় দিবস কেন্দ্র করে বাজারে ফুলের ভালো দাম পাচ্ছেন চাষীরা।
বাজারে প্রতি পিস গোলাপ ৮ থেকে ১২ টাকা, গ্লাডিওলাস রঙ ভেদে ১২ থেকে ২৮ টাকা, জারবেরা ১০ থেকে ১৬ টাকা, রজনীগন্ধা ৫ টাকা, একশ’ পিস চন্দ্রমল্লিকা ৫শ’ টাকা, এক হাজার হলুদ গাঁদা ৮শ’ ও বাসন্তি গাঁদা ফুল ১২শ’ টাকা দামে বিক্রি হচ্ছে। হরতাল-অবরোধ না হলে আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষের বাজার নিয়েও আশাবাদী তারা।
চলতি মৌসুমে ১শ’ কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন বলে আশাবাদী এই চাষি।
কৃষি বিভাগ জানায়, যশোরে প্রায় দেড় হাজার হেক্টর জমিতে ১১ ধরণের ফুলের চাষ করেন চাষীরা।
রোকনুজ্জামান রিপন, এসএটিভি, যশোর।