বিজেমের টিভি সংবাদ উপস্থাপনা প্রশিক্ষণ কোর্সের ২টি ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইন্সটিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া- বিজেমের টিভি সংবাদ উপস্থাপনা প্রশিক্ষণ কোর্সের ২টি ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার কাঁটাবনে ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে সকালে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, বিজেমের নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদের, ইউএনডিপি’র কনসালটেন্ট ও প্রজেক্ট ম্যানেজার ড. এস এম মোর্শেদ, তথ্যচিত্র নির্মাতা ও উপস্থাপক মালিহা মেহনাজ শায়েরী, বিশিষ্ট লেখক ও সংগঠক ডাক্তার ফারহানা মোবিনসহ অনেকে। এসময় সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের ২৪ জন নারী শিক্ষার্থীসহ মোট ৫২ জনকে সনদপত্র তুলে দেয়া হয়।