বিডিইউর জমিতে বর্জ্য ফেলায় মারাত্মক দূষনের শিকার হচ্ছে পরিবেশ, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম
- আপডেট সময় : ০৩:০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির জমিতে এলাকার সমস্ত পৌর বর্জ্য ফেলায় মারাত্মক দূষনের শিকার হচ্ছে পরিবেশ, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। প্রথম শ্রেণীর কালিয়াকৈর পৌরসভার বয়স ২১ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত্ গড়ে ওঠেনি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। যত্রতত্র ফেলা হচ্ছে গৃহস্থালি বর্জ্য। এতে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থী ও এলাকাবাসী। সুষ্ঠু ব্যবস্থাপনা ও ডাম্পিংয়ের ব্যবস্থার জন্য পরিবেশ অধিদপ্তর চিঠি লিখবে পৌর কর্তৃপক্ষকে। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা বলছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।
গাজীপুর জেলার শিল্প অধ্যুসিত কালিয়াকৈরে ২০০১ সালে গঠিত হয় পৌরসভা। তিন শতাধিক শিল্প কারখানা নিয়ে প্রায় ২৮ বর্গকিলোমিটার এলাকার এ পৌরসভার মোট জনসংখ্যা প্রায় ৭ লাখ। অথচ এত জনসংখ্যার গৃহস্থালি আর কলকারখানার বর্জ্য ফেলার নির্দিষ্ট কোন জায়গা নেই।পুরো পৌর এলাকার বর্জ্য এনে ফেলা হচ্ছে উপজেলা প্রশাসন ও বঙ্গবন্ধু হাইটেক সিটির মাঝে অবস্থিত বঙ্গবন্ধু ডিজিটাল ইউনির্ভার্সিটির নিজস্ব জমিতে। প্রতিদিন শত শত টন ময়লা-আবর্জনা ফেলায় দূর্গন্ধে এলাকা জুড়ে নষ্ট হচ্ছে পরিবেশ,ব্যহত হচ্ছে ইউনির্ভার্সিটির শিক্ষা কার্যক্রম।
উপজেলা প্রশাসনের পাশে এবং আবাসিক এলাকায় ময়লা আবর্জনা ফেলার কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। মারাত্মক হুমকির মুখে পড়েছে পরিবেশ। ছড়িয়ে পড়ছে রোগব্যাধি। এজন্য বর্তমান মেয়রকে দায়ী করছেন এলাকাবাসী।
পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে কথা বলতে না চাইলেও আবর্জনার সুষ্ঠ ব্যবস্থাপনা ও ডাম্পিংয়ের ব্যবস্থা নিতে চিঠি দেবেন বলে জানান পরিবেশ অধিদপ্তর।
তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সুষ্ঠ বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলে আবাসিক এবং গুরুত্বপূর্ণ এলাকা থেকে ময়লার ভাগাড় দ্রুত অপসারন করে শিক্ষার সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশ ফিরিয়ে আনা হবে এমনটাই প্রত্যাশা সকলের।