বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন সেপ্টেম্বরেই সংশোধন করা হবে : আইনমন্ত্রী
- আপডেট সময় : ১২:৪৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন আগামী সেপ্টেম্বরেই সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আরপিও সংশোধনের ব্যাখ্যা দেয়া হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলকে। আর ইইউ’র বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা পুরোপুরি সচেতন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সংবিধান অনুযায়ী সময়মতোই বর্তমান কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ইইউ প্রতিনিধিদের জানানো হয়েছে। ইইউ’র বিশেষ প্রতিনিধির সাথে সচিবালয়ে বৈঠক শেষে তারা এসব কথা বলেন।
সচিবালয়ে আইন মন্ত্রী আনিসুল হকের সাথে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।
বৈঠকশেষে আইনমন্ত্রী বলেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইন আগামী সেপ্টেম্বরে সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। আরপিও সংশোধনের ব্যাপারেও ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এসব বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিকে বিস্তারিত জানানো হয়েছে।
এদিকে ইইউ মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর বলেন, নির্বাচন নিয়ে আমরা পুরোপুরি সচেতন। এর আগে ঘুরে যাওয়া উচ্চ প্রতিনিধি দল প্রতিবেদন তৈরি করছে। সেই প্রতিবেদনের আলোকে পরবর্তী সিদ্ধান্ত হবে।
বাংলাদেশের সাথে ইউরোপীয় দেশগুলোর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং বিনিয়োগ অনেকাংশেই মানবাধিকার পরিস্থিতির উপর নির্ভর করে বলে জানান গিলমোর।
এরপর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথেও বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি।
বৈঠকশেষে মন্ত্রী জানান, বিএনপিকে তাদের কর্মসূচি পালন করতে দেয়া হবে, তবে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রোহিঙ্গা পরিস্থিতি এবং নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা ব্যবস্থা সম্পর্কেও জানানো হয়েছে গিলমোরকে।