বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ভারতে বিক্ষোভ অব্যাহত রয়েছে
- আপডেট সময় : ০৫:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ভারতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার পুলিশের গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। এই নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে।
পরিস্থিতি নিয়ন্ত্রন ও সহিংসতার আশঙ্কায় রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ, কর্নাটক, ব্যাঙ্গালুরুসহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। আর ২১ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে বেঙ্গালুরুতে। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজপথে এই বিতর্কিত আইনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছে কয়েক লাখ প্রতিবাদী জনতা। এ সময় পুলিশের গুলিতে বেঙ্গালুরু ও লখনৌ রাজ্যে তিনজন নিহত হয়েছেন। এরই মধ্যে কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বন্ধ করে দেয়া হয়েছে অনেক এলাকার ইন্টারনেট সংযোগ। এদিকে, এই আইনের প্রতিবাদে চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসময় তিনি এনআরসি ও সিএএ নিয়ে গণভোটের দাবি করেন।