বিদায়ের আগে নিজ দলের সিনেটরদের কাছে বড় ধরনের ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেটো দেয়া প্রতিরক্ষা বিলটির পক্ষে এবং বিপক্ষে তুমুল বিতর্কের পর তা ৮১-১৩ ভোটে পাস করে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ।
বিদায়ের আগে নিজ দলের সিনেটরদের কাছে বড় ধরনের ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্পের ভেটো উপেক্ষা করে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদও। শুক্রবার তর্ক-বিতর্ক শুরুর আগে বিলটি পাস করাতে শক্ত অবস্থানে ছিলেন সিনেট নেতা মিচ ম্যাককনেল। জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইনের ৬০ বছর পূর্তির আগেই তা সম্পন্ন করা গেছে। সদ্যবিদায়ী বছরের শেষদিকে ৭৪ হাজার কোটি মার্কিন ডলারের বিলটি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হয় কংগ্রেসে। ট্রাম্প এই বিলটিকে রাশিয়া ও চীনের জন্য উপহার বলে মন্তব্য করেন ভেটো দেন। এই বিল আইন হলে তা কেবল অন্যায় হবে না, অসাংবিধানিক হবে জানান তিনি।