বিদেশিদের নয়, জনগণের কাছে নালিশ করতে বিএনপির প্রতি কাদেরের আহবান
- আপডেট সময় : ০৮:৩৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বিএনপিকে বিদেশীদের কাছে নয়, দেশের জনগনের কাছে নালিশ করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে গণমাধ্যমে ব্রিফিং কালে এ আহ্বান জানান তিনি। এ সময় বঙ্গবন্ধু পরিবার নিয়ে মিথ্যাচার বিএনপির বিকৃত মানসিকতা আর ইতিহাস বিকৃতির ধারাবাহিকতা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এছাড়া বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখন তাদের নেতৃত্বেরই কোন সক্ষমতা নেই।
বুধবার সকালে সরকারি বাসভবনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধুর পরিবারকে এদেশের রাজনীতির সততা আর ত্যাগের প্রতীক উল্লেখ করে তিনি অভিযোগ করেন, বিএনপি সবসময় ক্ষমতাকে নিজেদের ভাগ্যবদলের উৎস মনে করেছে।
বিএনপি রাতের আঁধারে দূতাবাসের কর্মকর্তাদের সাথে বৈঠক করে জানিয়ে ওবায়দুল কাদের প্রশ্ন করে বলেন তারা কিভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।
এছাড়া বিএনপির গণতন্ত্র চর্চার সাফল্য “হাওয়া ভবন প্রতিষ্ঠা আর মানুষের অধিকার হরণের মধ্য দিয়েই এসেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।