বিদেশি নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা চূড়ান্ত হবে সেপ্টেম্বরে
- আপডেট সময় : ০৯:১৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১৭০১ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষকদের খসড়া নীতিমালা প্রনয়ণ হবে সেপ্টেম্বরের মধ্যে বলে মন্তব্য করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। বলেন, নির্বাচন কমিশন যে নীতিমালা তৈরি করবে তা বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহায়ক হবে।সকালে,নির্বাচন ভবনে চারটি মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে বৈঠকে শেষে তিনি এসব কথা বলেন অশোক কুমার দেবনাথ।
পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এনবিআরের প্রতিনিধিদের সাথে নির্বাচন ভবনের সভাকক্ষে দীর্ঘ দেড় ঘণ্টা বৈঠক করে নির্বাচন কমিশন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা সংশোধনের জন্য পর্যালোচনা শুরু করেছে ইসি। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই নীতিমালার সংশোধনীর খসড়া চূড়ান্ত করা হবে। আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব এ তথ্য জানান।
বলেন, বৈঠকে আলোচনা হয়, যুগোপযোগী নীতিমালা তৈরি নিয়ে। নির্বাচন কমিশনও এমন সিদ্ধান্ত নিতে চায় যাতে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহায়ক হয় ।
পর্যবেক্ষক হতে ইচ্ছুক বিদেশিরা আবেদন করতে হবে বলে জানান অশোক কুমার দেবনাথ।