বিদেশীরা পরামর্শ দিলেও সংবিধান থেকে তিল পরিমাণ সরবে না সরকার : কাদের
- আপডেট সময় : ১০:১৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশী বন্ধুদের পরামর্শ আমলে নিলেও সংবিধান থেকে তিল পরিমাণ সরবে না
সরকার। তিনি বলেন, যতদিন শেখ হাসিনার সাথে জনগণ আছে, ততদিন কোনো আল্টিমেটামে কাজ হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনায় একথা বলেন তিনি । আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে দাবি করে, বিএনপিকে বেশি বাড়াবাড়ি না করার হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি।
আলোচনায় অংশ নিয়ে শেখ রাসেলের স্মৃতিচারণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বিএনপি সহিংসতার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কারো বার্তায় নয়, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।
বিএনপির যে কোনো নাশকতার জবাব দিতে নিজেদের প্রস্তুতির কথা জানান তিনি।
এবার সুষ্ঠু নির্বাচন করে সারা দুনিয়াকে দেখিয়ে দেয়ার কথা জানান ওবায়দুল কাদের।