বিদেশী দূতাবাসে নালিশ করে বিএনপি দেশকে নতজানু করেছে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:২৩:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ নয়, বিদেশী দূতাবাসে নালিশ করে বিএনপিই দেশকে নতজানু করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী বলেই সবক্ষেত্রে গন্ধ পায়। অপপ্রচার রুখতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। সীমারেখার মধ্যে থেকে দলীয় শৃঙ্খলার অনুশাসন মেনে নেতাকর্মীদের চলতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের কাছে না গিয়ে বিদেশি শক্তির কাছে নৈতিক সমর্থন চাওয়ায় বিএনপির রাজনৈতিক মৃত্যু হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কেউ দলীয় শৃঙ্খলার উর্ধ্বে নয়,শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।
ওবায়দুল কাদের আবারও হুঁশিয়ার করেন, দল করতে হলে সবাইকে নিয়ম,শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলতে হবে।