বিদেশে আটকে পড়া কর্মহীন প্রবাসীদের ফিরিয়ে আনতে সরকার কুটনৈতিক তৎপরতা চালাচ্ছে
- আপডেট সময় : ০১:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
করোনা কালে বিদেশে আটকে পড়া কর্মহীন প্রবাসীদের ফিরিয়ে আনতে সরকার কুটনৈতিক তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সংসদের বাজেট পরবর্তী আলোচনায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নত্তোর পর্বে শেখ হাসিনা আরো বলেন, যে সব এজেন্সি সঠিক নিয়মে বিদেশে কর্মী পাঠাবে না তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙ্গালীর প্রতিটি লড়াই সংগ্রাম ও অর্জনে বঙ্গবন্ধুর অবদান সঠিক ভাবে যাতে পরবর্তী প্রজন্ম জানতে পারে তার জন্য পদক্ষেপ নিয়েছে।
স্পীকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকালে সংসদের বাজেট পরবর্তী আলোচনায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধীদলীয় এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু সরকার পরবর্তী প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, করোনা কালে বিদেশে আটকে পরা কর্মহীন প্রবাসীদের ফিরিয়ে আনতে সরকার কুটনৈতিক তৎপরতা চালাচ্ছে । অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য
মোহাম্মদ শহীদুল হোসেন পাপুল কুয়েতের নাগরিক হলে তার আসন শূন্য হবে। যে সব এজেন্সি সঠিক নিয়মে বিদেশে কর্মী পাঠাবে না তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।
করোনাকালে ত্রাণ সহায়তার দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে বলে আবারো জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।