বিদেশে চিকিৎসা নিতে খালেদা জিয়াকে কারাগারে ফেরত যেতে হবে
- আপডেট সময় : ০২:১৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বিদেশে চিকিৎসা নিতে খালেদা জিয়াকে কারাগারে ফেরত যেতে হবে বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। সেখান থেকে আবেদন করতে পারবেন বলে মন্তব্য করেছেন তিনি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন… ক্র্যাবের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন আইনমন্ত্রী।মন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়া এখন সাংবাদিকদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসারে এখন সবাই সাংবাদিক হয়ে গেছেন। এ কারণে প্রকৃত সাংবাদিকরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবার আগে এখন তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সেলে যাচ্ছে। যদি অভিযোগ মামলা করার মতো হয় তাহলে মামলা আদালতে যাবে। এর আগে যেন কোনো সাংবাদিককে মামলায় জড়ানো না হয়। নির্বাচন কমিশন গঠন নিয়ে বিতর্ক করার সুযোগ নেই মন্তব্য করে আনিসুল হক বলেন, এটি রাষ্ট্রপতির দায়িত্ব। উনি এ বিষয়ে যে নির্দেশনা দেবেন সেই অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হবে। সেই কমিশন নির্বাচন পরিচালনা করবে।