বিদেশে পাচারের অর্থ ফেরত আনতে গবেষণা সেল গঠনের নির্দেশ হাইকোর্টের
- আপডেট সময় : ০৯:৪৩:২৯ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
বিদেশে পাচারের অর্থ ফেরত আনতে একটি গবেষণা সেল গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর আগে, সুইস ব্যাংকে টাকা পাচারকারীদের বিষয়ে দেওয়া প্রতিবেদনে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় বিএফআইইউ প্রধানকে তলব করে উচ্চ আদালত। পরে, বিষয়টি নিয়ে তিনি নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
২৯ আগস্ট সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি নাগরিকদের অর্থ জমা সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন জমা দেয় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টিলিজেসন্স ইউনিট-বিএফআইইউ। তবে সিল ও স্বাক্ষর ছাড়া দায়সারা প্রতিবেদন দাখিল করায় বিএফআইইউ প্রধানকে তলব করে হাইকোর্ট।
এ বিষয়ে ব্যাখ্যা দিতে উচ্চ আদালতে হাজির হন বাংলাদেশ ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট-বিএফআইইউ ‘র প্রধান মাসুদ বিশ্বাস।
ঘন্টাদুয়েক অপেক্ষার পর শুরু হয় বহুল আলোচিত এই মামলার শুনানী।
এ সময় ক্রুটিপূর্ণ প্রতিবেদন দাখিলের জন্য আদালতের কাছে নি:শর্ত ক্ষমা চান তিনি। বিএফআইইউকে সতর্ক করারা পাশাপাশি প্রতিবেদন দাখিলে নতুন সময় বেধে দেয় হাইকোর্ট।
শুধু চিঠি আর প্রতিবেদন চালাচালি না করে অর্থপাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করারও নির্দেশনা দেয় উচ্চ আদালত।
শুনানি শেষে গণমাধ্যমে এড়িয়ে যান বিএফআইইউ প্রধান।
এদিকে ঢাকায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড তার বক্তব্যের জন্য হাইকোর্টের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে আদালতকে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিষয়ে লিখিত কোন প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি বলে জানায় রাষ্ট্রপক্ষ।